নকশী কাঁথার মাঠ
নকশী কাঁথার মাঠ
Ratings1
Average rating5
We don't have a description for this book yet. You can help out the author by adding a description.
Reviews with the most likes.
“কালো মেঘা নামো নামো, ফুল তোলা মেঘ নামো,ধূলট মেঘা, তুলট মেঘা, তোমরা সবে ঘামো!কানা মেঘা, টলমল বারো মেঘার ভাই,আরও ফুটিক ডলক দিলে চিনার ভাত খাই!কাজল মেঘা নামো নামো চোখের কাজল দিয়া,তোমার ভালে টিপ আঁকিব মোদের হলে বিয়া!আড়িয়া মেঘা, হাড়িয়া মেঘা, কুড়িয়া মেঘার নাতি,নাকের নোলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি কৌটা ভরা সিঁদুর দিব, সিঁদুর মেঘের গায়,আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায়!দেয়ারে তুমি অধরে অধরে নামো দেয়ারে তুমি নিষালে নিষালে নামো ঘরের লাঙল ঘরে রইল, হাইলা চাষা রইদি মইল ;দেয়ারে তুমি অরিশাল বদনে ঢলিয়া পড় ঘরের গরু ঘরে রইল, ডোলের বেছন ডোলে রইল ;দেয়ারে তুমি অধরে অধরে নামো ”