Ratings1
Average rating5
Reviews with the most likes.
বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল আলম খানের যে ভূমিকা তা আমার অজানা ছিল। এই বই ক্রসচেক করার জন্য মহিউদ্দিন খানেক কিছু বই পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বইটি যখন পড়ছি ২৩ শে অক্টোবর, সকালে জানতে পেরেছি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ডক্টর ইউনুচের নেতৃত্বে গঠিত ইনটেরিম গভমেন্ট। ইতিহাসের এই অধ্যায়টি গুরুত্বপুর্ন। গত পনের বছরের আওয়ামী শাসনে ক্ষুদ্ধ হয়ে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলেছে এবং ফলে শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলন এবং ৭১ পরবর্তী আন্দোলনের একটা প্যাটার্ন চোখে পরেছে।
যাইহোক, আওয়ামীলীগ যেমন শেখ মুজিবকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিল তেমনি সিরাজুল আলমের মতো ব্যক্তিত্বকে লোকচক্ষুর আড়াল করে ফেলেছিল। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশের খোলনচাল পাল্টে যাবে। যেহেতু বর্তমান সময়ে নতুন একটা দেশ হওয়া সহজ নয়, এর কাঠামোগত পরিবর্তন হতে পারে। সেই নতুন সময়ে সিরাজুল আলমদের মতো ব্যক্তি আদর্শ কতটা প্রচলিত হয় সেটা দেখার বিষয়।