Ratings1
Average rating4
দেশাত্ববাদ (রাষ্ট্র-কর্তৃক দেশপ্রেমের সামরিকীকরণ) এমনভাবে আমাদের মজ্জায় ঢুকে গেছে আর দশটা সামাজিক কমনসেন্স বলে ভ্রম হয়। এজন্য ‘বাঙালি' হিসেবে পাহাড়ে অত্যাচারে আমরা কখনোই পিছপা হইনি। এই বইয়ের প্রবন্ধগুলো মানুষের আসলে পড়া দরকার। তা সে অনুবাদে হোক বা মূল ভাষায়। সেভাবে দেখলে বইটা সময়োপযোগী। নাতিদীর্ঘ এই বইয়ের জন্য এরকম উস্কানিমূলক কিছুর চেয়ে বেশি লিখলে স্পয়লার হয়ে যেতে পারে।
বইটা লেখক (তার একটা নিজের প্রবন্ধও আছে) ও অনুবাদকের প্রথম বই। বোধকরি একটু তাড়াহুড়োও ছিল। কিছু খুব ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি আছে।