বস্টনে বংগে

বস্টনে বংগে

81 pages

Ratings1

Average rating5

15
Roy
Utsob RoySupporter

এই বছর পড়া গুরুত্বপূর্ণ বইগুলোর একটি। সমকামিতা নিয়ে চমৎকার তাত্ত্বিক বই অভিজিৎ রায়ের আছে, কিন্তু একজন সমকামীর সমকামিতা নিয়ে লেখা বাংলা বই প্রথম পড়লাম। গুরুত্বপূর্ণ কেননা বাংলার জল-হাওয়ায় বড় হওয়া কারো স্ট্রাগল, ক্ষণিক মুক্তি, হতাশা ইত্যাদি জানার একটা আগ্রহ আমার ছিল।

বইটি মূলত ভালো লেগেছে ম্যাচিউরিটির কারণে। অভিজ্ঞতায়, শিক্ষায়, পড়াশোনায় যথেষ্ট ম্যাচিউর একজন মানুষের লেখা নাহলে পুরো ব্যাপারটার ধারণাটা ঝাপসা হয়ে যেত। যেমনটা ইবনে বতুতার ভ্রমণকাহিনীতে হয়েছে আরকি... পাতার পর পাতা পীরের অলৌকিকতা ও তিন পাতা পান খাওয়ার বর্ণনা, এদিকে ভূগোল বলতে গেলে নেই।

ভালোবাসা তো শেষমেশ যুক্তির বিষয় না। কেউ সমকামী বলে সমকামিতার পাশাপশি সবকিছুতে প্রগতিশীল হবে এমন আশা করা ঠিক না। তবে, লেখক প্রগতিশীল এটা ভালো বিষয়। সামাজিক প্রেক্ষাপটে তার অবস্থান প্রগতিশীল না হলে এত চমৎকারভাবে ব্যাখ্যা করা যেত না।

July 12, 2020Report this review