Homerer Odyssey | হোমারের অডিসি
Homerer Odyssey | হোমারের অডিসি
ঝড়ের কারণে বিদ্যুৎ মশাই না থাকায় এক বসায় পড়ে শেষ করা গেলো এ আখ্যানটি। মহাকাব্যটি পড়া নেই, তার ওপরে এটি আবার কিশোর উপযোগী রূপান্তর। সুতরাং ধরে নিতেই পারছি অনেককিছুই হয়তো অনুপস্থিত। কিন্তু তাতে কী? এ আখ্যানের মূল চরিত্রেরা তো উপস্থিত।
গ্রীক বীর, ইথাকার রাজা অডিসিয়ুস এর কাহিনী এটি। সেই যে গেলেন ট্রয়ের যুদ্ধে, ট্রোজান হর্স বানিয়ে পরাজিত করে জয়ীর বেশে যার ফিরে আসার কথা ছিলো, দেবতাদের চক্রান্তে, দুর্ভাগ্যের কারণে তার যা কিছুর মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছিলো সেটার বিবরণ আছে এ আখ্যানের প্রথমার্ধে।
পরের অর্ধে ফিরলেন তিনি নিজ দেশে। কিন্তু সেখানেও কি আর শান্তি আছে? চক্রান্ত, ষড়যন্ত্র, দুধের মাছিতে সব পরিপূর্ন। সেখানে তার নিজের অধিকার প্রতিষ্ঠা এই আখ্যানের দ্বিতীয়ার্ধের বিষয়।
কাহিনী গতিময়। অনুবাদও যথেষ্ট ভালো। তবে কয়েকটি টাইপো আছে। আবার কয়েকটি বাক্য আসত্তি হারিয়েছে। তা সত্ত্বেও উপভোগ্যই ছিলো।
এখন ইলিয়াড খুঁজে বের করে পড়তে হবে।