Ratings1
Average rating4
খানিকটা হ্যান্ডবুক, খানিকটা ইশতেহার। যা বলা হয়েছে নতুন কিছু না। বরং বলা চলে মানুষে জ্ঞান অন্বেষণের দীর্ঘ যাত্রায় মানুষ যে পদ্ধতিতে সফল হয়েছে সেগুলো সংকলন করা হয়েছে। ক্ষুদ্রদেহ। অবশ্যপাঠ নয়, পড়লে রিফ্রেশার হিসেবে কাজ করতে পারে কারো কারো ক্ষেত্রে।