সভ্যতার সংকট
সভ্যতার সংকট
Ratings1
Average rating5
Reviews with the most likes.
“আজ পারের দিকে যাত্রা করেছি— পিছনের ঘাটে কী দেখে এলুম, কী রেখে এলুম, ইতিহাসের কী অকিঞ্চিৎকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ! কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর-একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি।”
রবীন্দ্রনাথের জীবনের শেষ বক্তৃতা, আশি বছরের জন্মদিন উপলক্ষ্যে প্রদত্ত। চল্লিশের দশকের শুরুর সেই সময়ে বাতাসে ভাসছে হিন্দু-মুসলমান ধর্মীয় সংঘাতের বিষবাষ্প, দিগন্তে দেখা দিচ্ছে বিশ্বযুদ্ধ এবং ভয়াবহ দুর্ভিক্ষের অশনি সংকেত। তবুও তিনি আস্থা রেখেছেন মানুষের শুভবুদ্ধির উপর। “অপরাজিত” মানুষের উপর।