Reviews with the most likes.
এই বইয়ের গল্পগুলো নিয়ে একবার লিখেছিলাম। সেই ভালোলাগা এখনও রয়ে গেছে শীতশেষের সন্ধেবেলার আনাচে কানাচে। গল্পগুলোর ন্যারেটিভ কাঠামোর স্পষ্টতা প্রায় নেই বললেই চলে। প্রায় প্রতিটি গল্পের সমাপ্তি খাপছাড়া। আশ্চর্য বিষয় হলো, এই দুটো বিষয়ই এমনিতে আমি অপছন্দ করি। গল্পে একটা স্পষ্ট প্লট এবং বোধগম্য সমাপ্তি না-থাকলে আমার অস্বস্তি হয়। তবু এই গল্পগুলো ভালো লাগলো ক্যানো?
আমি জানিনা ক্যানো। ইলিয়াসের ভবিষ্যৎ গল্পগুলোর উজ্জ্বলতার ইঙ্গিত আমাকে তাড়া করেছিল হয়তো। গদ্যভাষা আবিষ্ট করেছিল হয়তো। কিংবা চরিত্রায়নের রহস্যময়তা? সামাজিক পরিস্থিতির বেআব্রু বিনির্মাণ? ইলিয়াসের বাকি ছোটগল্পগুলো খুব শিগগির পড়তে চলেছি। তাঁর ছোটগল্পের সামগ্রিক বিবর্তনটা ভালো করে বুঝে নিতে চাই। তারপর কোনো একসময় হয়তো আলোকিত হবে এই বইয়ের গল্পগুলো ভালোলাগার কারণটা, বা কারণগুলো। দেখা যাক।