ছিন্নমস্তার অভিশাপ

ছিন্নমস্তার অভিশাপ

1978 • 80 pages

Ratings1

Average rating3

15

যদিও শব্দ শুনে পড়া হলো পুড়োটা, সানডে সাসপেন্সে। বইটার নাম, কাভার, অলংকরণ আর লেখক যখন সত্যজিৎ রায়—তখন বোঝাই যায় এতে ক্লাস বলে একটা ব্যাপার রয়েছে। সেই ক্লাসিক ফেলুদা, তোপসে এন্ড জটায়ু। এই সিরিজের রহস্যময়তার বিচারে, সেরাদের একটা ছিলো বলতে হবে।

আর সানডে সাসপেন্স?
বাংলা সাহিত্যভুক্ত বুকিশদের জন্য ইহা নিসন্দেহে একটি আশীর্বাদমূলক পণ্য।