Ratings1
Average rating5
কিছু কিছু কথা আছে যার মানে
বুঝিনি এখনও, তবু সন্ধানে
কাটে সকাল বিকেল যেন নেহাতই স্বভাবে
যত দূরে, দূরে, দূরে যাবে, বন্ধু
একই যন্ত্রণা পাবে
একই ব্যথা ডেকে যাবে
নেভা নেভা আলো যতবার জ্বালো
ঝোড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে
(কবীর সুমন)