সোভিয়েত্‌স্কি কৌতুকভ ১৯১৭-১৯৯১

সোভিয়েত্‌স্কি কৌতুকভ ১৯১৭-১৯৯১

1993 • 112 pages

কোন্‌ মহান কমরেডের আমলে সোভিয়েত দেশের পতাকার রং বেশি রেড হয়েছিল, এই রিভিউতে সেই প্রসঙ্গে আলোচনা করা নেহাতই অবান্তর। যেটা বান্তর (অবান্তরের বিপরীতার্থক শব্দ তো এটাই হবার কথা) সেটা হলো, উইকিপিডিয়া এবং আরো কিছু জায়গা থেকে আমি আরো কিছু কৌতুকভ্ খুঁজে পেয়েছি।

১. ক্রেমলিনের ভেতর ইঁদুর নিয়ন্ত্রণ করা হয় কীভাবে?
সেখানে একটা সাইনবোর্ডে “যৌথ খামার” লিখে টাঙিয়ে রাখা হয়। ব্যাস, তাইলেই কাজ হাসিল হয়ে যায়। অর্ধেক ইঁদুর খেতে না-পেয়ে মারা যায়। বাকি অর্ধেক নিজেরাই উদ্যোগ নিয়ে পালিয়ে যায়।

২. কেজিবি-র সদর দপ্তর “লুবিয়াঙ্কা” হলো মস্কোর উচ্চতম বাড়ি। এই বাড়ির বেসমেন্ট থেকে সাইবেরিয়া দেখা যায়।

April 13, 2022Report this review