Ratings1
Average rating3
Reviews with the most likes.
স্বাধীন সামিহাকে ভালোবাসে, এবং হয়তো তাহাদের প্রেমানুভূতির জোড়ে সফল জুটি হিসেবে বিয়েও কিছু সময় পর হয়ে যাবে, বাট সমস্যার একটি হলো—সামিহাদের পরিবার অতি-ধনীটাইপের, যা মূলত ছেলেটার সাথে যায়না, বিশেষত তাঁর এক দরিদ্র ফ্যামিলি আর নিঃসঙ্গ মা ছাড়া।
তবে প্রেয়সীর পরিবার থেকে আপত্তি বাঁধে সম্পদে নয়, অন্যখানে, স্বাধীনের পিতৃপরিচয়ে।
একাত্তরে যুদ্ধকালীন সময়ে তাঁর জন্ম। সেজান, গুপ্তচর মজিদ, না পাকিস্তানি ক্যাপ্টেনের ঔরসজাত সে, তা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়, স্বাধীন।
এরপর স্বাধীনতার এতোবছর পরে, একজন ছেলে, অনবদমিত কৌতুহল দমনে, তাঁর পিতার সাথে ঘটা কাহিনি শুনতে শুরু করে, যেগুলো মূলত তাঁর অনেকদিন আগেই জানবার কথা ছিলো, সেইসঙ্গে তাঁর মা তাঁকে বলে যায়—এবং, খুব সম্ভবত সবশেষে, স্বাধীনের শিহরণ ঘটে মুক্তিযুদ্ধ নিয়ে এক অন্যরকম বোধের, যাকে ঠিক যুদ্ধ হতে পিতার বেঁচে আসার আনন্দ কিংবা শহিদ হওয়ার বেদনা বোঝায় না— বরং মধ্যবর্তী অদ্ভুত কিছু অনুভূতি দেয়।
.
টিপিক্যাল বাংলা সিনেমার মতোন কাহিনি এগিয়েছে প্রথমে, নেহাত সাধারণ ও অখ্যাত একটি উপন্যাস। বেশ ছোট, সেহেতু কলেবর নেই; চিরপঠিত মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, সদ্যজাত দেশে ঘটিত হাজারো অপ্রতাশিত ঘটনার একটির শিকার একজন মানুষের কাহিনী বলা হয়েছে উপন্যাসটিতে।
যবনিকাপাত। এবং, অপ্রয়োজনীয়—
লেখিকা রাবেয়া খাতুন মারা গেলেন। তিন তারিখ, দু'হাজার একুশে। সেইসূত্রেই এই উপন্যাস পড়া হলো। এবং রিভিউ লিখছি। মোটামুটি বলা যায়, প্রিয়ান্তর স্মৃতিরক্ষা প্রকল্পের অংশ হিসেবে—ইহা বছরের প্রথম পড়া বলে কথা!
এই উপন্যাস নিয়ে মুভি হয়েছে, মেইবি এডওয়ার্ডও পাইসে অইটা, যাহোক, সিনেমাবান্ধব গল্প, এইটার প্রধানতম মিউজিকটা:
( ভালোবাসি সকালে, ভালোবাসি বিকেলে, মেঘলা কালো খোপার ও চুল ভালোবাসি! স্বর্ণলতার কানের ও দূল ভালোবাসি!) আমার বেশ পছন্দসই এবং কিউট লাগসিলো, যেইটা অফটপিক হিসেবে দেওয়া গেলো না;- যেহেতু মিউজিক টেস্ট বাজে, এবং লিরিকঃ আপাত পড়তে অতি-সাধারণ, তবু সুরটা সুন্দর।