Ratings1
Average rating4
Reviews with the most likes.
আহা, কি দারুন এই কবিতাগুলো!
আজকে সকালে দৈবাৎ পড়ে ফেললাম এদের। শীতকালের অন্তিম এই দিনগুলো আমার খুব পছন্দের। ঠিক যেমন পছন্দ আষাঢ়-শুরুর দিনগুলো। আমার জানলার গোটা বাইরেটা জুড়ে ছড়িয়ে আছে অমলিন নীল আকাশ। একফোঁটা বিষাদ নেই তাতে। নিরানন্দ নেই। নারকেল গাছের ডালে একটা পাখি, উচ্চস্বরে ডাকছে। সে যেন আমার শরীরের শীতমগ্ন কোষে কোষে ছড়িয়ে দিচ্ছে বহু দূর থেকে বয়ে নিয়ে আসা নিরাময়ী স্বপ্নের সওগাত! আমার হাতে কফির কাপ থেকে সুগন্ধী ধোঁয়া উঠছে। আমি খুব ধীরে ধীরে, আয়েশ করে কফিতে চুমুক দেওয়ার মতো ধীরে ধীরে, পড়ছি এই কবিতাগুলো। কি ভালো যে লাগছে মাইরি!
তোমার জন্যে কুড়িয়ে এনেছি কাঁঠাল পাতাপকেট ভরে এনেছি কুড়িয়ে ঘুঘুর ডাক...মাথায় করে এসেছি নিয়ে রাতের চাঁদতোমার জন্যে এসেছি আমি অনেক দূর...কাশের বনে ঘুরতে তোমার ইচ্ছে হয় যদিহৃদয় ভরে এনেছি তাই আশ্বিনের নদী!