Ratings1
Average rating3
Reviews with the most likes.
মুক্তিযুদ্ধকেন্দ্রিক চমৎকার একটি বড়গল্প হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। বাস্তবসম্মত পরিবেশ সৃষ্টি, জীবন্ত চরিত্রচিত্রণ, মেদবিহীন গদ্য, আকর্ষণীয় সংলাপ, আবেগের যথাযথ প্রয়োগ। কিন্তু, গল্পের অন্তিম পরিণতি বর্ণনা করবার নির্মোহ সাহস দেখাতে পারেননি লেখক। শুধু দুঃখজনক কিংবা নেতিবাচক নয়, কখনও কখনও ইতিবাচক পরিণতি নির্মাণের জন্যেও সাহসের প্রয়োজন হয়।