Ratings1
Average rating4
ভূতের গল্পের যে কতো রকমফের হতে পারে, এই বইটা না পড়লে অনেকখানি অজানা থেকে যেতো; গল্পগুলোতে ভূতের ভয় কম, রোমাঞ্চ যেন বেশি; তাতে ভয় লাগবার পরিমাণটা কমে না। এরকম বিভিন্ন স্বাদের বারোটি গল্প (সাথে চমৎকার সব হেডপিস আর ছবি জুড়ে দেয়া) এরকম বই দেখলেই যেন মন ভরে যায়—বিট্রিশ আমলের বাংলো—সাসপেন্স—ভৌতিকতা মেশানো দারুণ এডভেঞ্চার, আর অল্প একটু আসল ভূত!
আমার ভালো লেগেছে “ব্রাউন সাহেবের বাড়ি”, “তারিণীখুড়ো ও লখ্নৌর ডুয়েল” আর “নীল আতঙ্ক”।