যখন আপনাকে আগেই বলে দেয়া হয় কে খুনি, এবং তার খোঁজকারী কারা—এরকম মার্ডার মিস্ট্রি পড়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি বিধায় অন্যরকম চাপা উত্তেজনা কাজ করছিলো (এবং আমি হত্যাকারীর পক্ষে থাকায় টেনশন আরো কাজ করছিলো, এটা আশা করতে যাতে সে না ধরা পড়ে!)
এটাকে সময় কাটানোর জন্য গড়পড়তার উপরেই ফেলা যায়, অর্থাৎ পড়ার জন্য যুতসই। কিন্তু আবারো এটা মাথায় রাখতে হবে এটার রোমাঞ্চ খুনি কে সেটা বের করায় নয় বরং খুনি-আর পুলিশের দৌড়ঝাঁপে কে শেষ পর্যন্ত হাসে সেটা আবিষ্কার করায়; সে হিসেবে বলা চলে থ্রিলার হিসেবে যথেষ্ট সাসপেন্সে ভরপুর (এবং একাধিক টুইস্ট বিদ্যমান)