Reviews with the most likes.
ক্যানো এই উপন্যাসের চরিত্রেরা বইটির কালো অক্ষর-খোদিত পৃষ্ঠা থেকে বেরিয়ে এসে আমার চারপাশে তাদের অস্তিত্বের জানান দিয়ে গ্যালো; শহুরে মানুষ আমি ক্যানো স্পষ্ট চাক্ষুষ করি আমার সম্পূর্ণ অপরিচিত অদেখা ভাটি অঞ্চলের জল থৈ থৈ পরিপার্শ্ব আর ভেজা শোঁ-শোঁ বাতাসমাখা দিনগুলি আর রাতগুলি; ক্যানো এই বইটির নাম গ্রামকেন্দ্রিক/ নদীকেন্দ্রিক বাংলা ক্লাসিক উপন্যাসের তালিকায় খুঁজে পাইনি একবারও; এইসব হরেক ক্যানোর উত্তর ধীরেসুস্থে খোঁজার চেষ্টা করবো পরে কখনও। কোন্ লেখা যে পাঠকসাধারণের নেকনজর লাভ করে (মাঝে মাঝে অহেতুকভাবে), আর কোন্ লেখা আত্মগোপন করে থাকে কোনো এক মধ্যরাতে অকস্মাৎ আবিষ্কৃত হওয়ার অপেক্ষায়, পাঠকজীবনের এই এক আনন্দময় রহস্য।