Ratings1
Average rating3
❝ প্রেম বলে দোষ দাও? এই দোষ পেয়েছি আগেও !
জল থেকে, হাওয়া থেকে, পাশের নিঃশ্বাস থেকে আসে—
জ্বর থাকে কয়েকদিন, কয়েকমাস, কয়েক যুগেও
সারে না অনেকক্ষেত্রে। সারেও বা। লিখতে লিখতে
যেরকম কবি
একটি বিশ্বাস ভেঙে চলে যায় অপর বিশ্বাসে ... ❞