Ratings1
Average rating4
Reviews with the most likes.
চোন্দিল ভড়চাজের লেখাপত্তর সেই হাপ-প্যান্টুলুন বয়েস থেকেই আমার বেশ ভালো লাগে মাইরি। ভাষা নিয়ে ক্কি সুন্দর নিজস্ব একটা হুড়ুম দুড়ুম স্টাইল বার করেছে এই ম্যানটা। পোথোম যখন লেখালিখি শুরু করেছিলেন, তখন আমি কোয়াইট ইয়াং। লেখাগুলোর পোচুর ইনার মিনিং আউটার মিনিং আমার হেডের সাড়ে-বাইশ ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে যেতো। কিন্তু তবুও পড়তাম নিয়মিত। আশেপাশের সবাই তখন হাঁদাভোঁদা নন্টেফন্টে আর খুব বেশি হলে ফেলুদা শঙ্কু পড়তো। আমিও ওসব পড়তাম। চোন্দিলও পড়তাম। ল্যাটিন আমেরিকার হাপবয়েল গাঁজামার্কা উপন্যাসগুলোর সুনাম করলে ইদানিং যেমন, সবার মাঝে নিজেকে বেশ ইয়ে মনে হয়। আমাদের মফস্বল শহরে চোন্দিলের লেখার সুনাম করলে তখন সেইম ফিলিং হতো, চাদ্দিক কেমন “ওয়াও” লাগতো।
একজন গেল মাঠতার মাথায় আঁতেল ছাঁটকুকুর মেকুর রামের ঢেঁকুর পেরোচ্ছে সম্রাট।
চলে যাচ্ছে দিন, ঠিক পাঁচটা তিন, প্রায় অন্ধকার।বাসস্টপে কেউ নেই কোথাও...
এই শালা গোটা সভ্যতাটা উন্নতির নাম করে স্রেফ আলসেমির দিকে ঢলছে! যত পারে শালারা মেশিন বানায়। মশলা বাটবে কে? মেশিন। মুসুম্বির রস বের করবে কে? মেশিন। জাঙিয়া কাচবে কে? মেশিন। খবর নেবে কে? টেলিফোন। ফাইল গুছিয়ে রাখবে কে? কম্পিউটার। টাকা গুনবে কে? এটিএম। মড়া পোড়াবে কে? ইলেকট্রিক চুল্লি। আর তুমি শালা ঈশ্বরের দেওয়া ননীর তনুখানি নিয়ে কী করবে? আধশোয়া হয়ে চিপস খাবে আর সিরিয়াল গিলবে।
মেয়েদের ব্যাপারটা ঠিক জানি না, ছেলেদের অন্তত, হস্তমৈথুনের চেয়ে বড় বন্ধু এ পৃথিবীতে নেই। কেউ নেই, যে নিঃশর্ত আনন্দময় এক সম্ভাবনা নিয়ে সর্বক্ষণ সঙ্গে-সঙ্গে থাকে ও তুরীয় সুখ ডেলি প্রদান করে। সান্ত্বনা ও শুশ্রূষাও কিছু কম বিলোয় না। মা-বাবার চেয়ে অনেক নিশ্চিত আশ্রয় সন্তান নিজশিশ্নের কাছে পায়। যদিও, মা-বাপ তাকে ডেকে প্রবল কড়কাবার পর এবং “এসব করলে তুমি উইক হয়ে পড়বে, কোনো কাজ করতে পারবে না, ডাক্তারকাকুও বাঁচাতে পারবে না”, কিংবা “নোংরাস্য নোংরারাই এইসব করে ছি ছি ছি আমাদের ছেলে হয়ে তুমি ছিঃ চ্ছি ছিইইহ” ধমকি শোনার পর সে প্রতিজ্ঞা করে “আর নয় জীবনে নয় কক্ষনো এই পাপ নেহি!!”
পড়লে বগা ফান্দেহাত-পা ছুঁড়ে কান্দে,আরে বৌ চাই, মৌ চাই, ম্যাও চাই, ঘৌ চাই,খ্যামটায় ঘোমটায়, ঝিংচ্যাক ছৌ চাই,Sunday হো ইয়া Monday!কিনছে পালং শাকতাতে মাছের মাথা ঢাক,আরে ঢাকঢাক, গুড়গুড়তিন তাল, সাত সুরLove scene, obsceneদিনকাল কদ্দুরআয়নায় ঠকঠকখুললেই রোদ্দুরগোবরজলে ধুই!একের পিঠে দুইকাঁদিস কেন তুই?অরুণ বরুণ কিরণমালাচৌকি চেপে শুই।এসো চৌকি চেপে শুই!এসো চৌকি চেপে শুই?