গ্যাডফ্লাই

গ্যাডফ্লাই

2015 • 253 pages

Ratings1

Average rating3

15

এটার চরিত্রগুলির মুখ থেকে হরহামেশাই বিভিন্ন জনরার দার্শনিকদের কৌট পাওয়া যায়—আদতে উপন্যাসটা দার্শনিকরূপী সন্দেহভাজন কিছু মানুষদের নিয়েই; যাদের নামই “গ্যাডফ্লাই”, ডাশঁপোকা; এরা সক্রেটিসের গ্যাডফ্লাই উপাধির অনুকরণ করে বর্তমানেও চলমান বিব্রত সত্যগুলোকে উপস্থাপন করতে চায়; হয়তো এটা তাদের ফিলোসোফি অথবা তারা হতে পারে কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, যারা দর্শনকে শুধুমাত্র ইউজ করে, প্রকাশ্যে।

নোট-১: উপন্যাসটা তো বড়ো কলেবরের করা যাইতো, প্রথমদিকে কাহিনি সেভাবে এগুলেও সমস্ত জটগুলো শেষে খুবই তাড়াতাড়ি ছাড়িয়ে দিয়েছেন লেখক; অনেকটা শুধু একটি চাপ্টারেই।

নোট-২: উপন্যাসে দেওয়া বেশ অজানা কিছু ইনফরমেশন, আর সুন্দর একটা কভার।

নোট-৩: এডামস ফ্যামিলির অনুরূপ কাহিনির একটা ক্ষুদ্র পার্ট ছিলো, এটায়। যেইটা নিয়ে আমার ইন্টারেস্ট অতিমাত্রায় সেজন্যই আরো পছন্দ হয়েছে ‘প্রথম চ্যাপ্টার' থেকে টানা অংশটা। দিল্লির বুরারি ডেথ আর এইটা নিয়ে জানতে হবে আরও।

নোট-৪: লেখক, আমার পড়া “গ্যাডফ্লাই” এবং “কাফকা ক্লাব” দুটো উপন্যাসেই প্রচুর তথ্য দিয়েছেন, সরাসরি আর্টিকেলের লেখবার মতোন। এটা একইসাথে ফিকশন পড়াকালীন: বিরক্তিকর, একঘেয়েমিপূর্ণ এবং উপকারী।

February 28, 2022Report this review