বইটার প্রতি আগ্রহ জন্মেছিলো ডেস্ক্রিপশন বলেন আর ফ্ল্যাপে লেখা কথা বলেন তা দেখে। পড়া শুরু করেও হতাশ হইনি। লেখকের লেখার হাত চমৎকার। বইতেও খুব বেশি টাইপো নেই। কিন্তু যে আশা নিয়ে পড়া শুরু করেছিলাম, সে আশা পরিপূর্ণতা পায় নি সমাপ্তিতে। তবে যেভাবে শেষ হয়েছে সেটা আশাও করি নি, করা উচিত ছিলো।
লেখকের বাকি বইগুলোও পড়তে হবে।