কফির নামটি আইরিশ

কফির নামটি আইরিশ

92 pages

Ratings1

Average rating4

15
নজর মেঘে ঢাকা
অঝোর শ্যাম
শ্রাবণ বারিধারা
ট্র্যাফিক জ্যাম।

মেজাজি অটোঅলা
ভেজা জিরাফ
কোথায় ধোঁয়া তোলে
চায়ের কাপ...

পুরো চা খেতে হবে।
কুরোসাওয়ার
বৃষ্টি মনে পড়ে।
থামে না আর।

এগোনো ভালো আজ
যে কোনও দিক—
বাতাসে দোল খায়
জলের চিক...

একা সে ঘুরে মরে
ফ্যাকাশে দিন
পাথরে মাথা রাখে
বোতলে জিন

পেরেকে গাঁথা হাত
ছেড়ে কে যায়
না এলে থাকে রোদ
এলে ভেজায়

শহরে নেমে এসো
বহো রে জল—
মানুষ খুঁজে ফেরে
চায়ের ছল...
April 20, 2022Report this review