A Thousand Splendid Suns

A Thousand Splendid Suns

2000 • 372 pages

Ratings452

Average rating4.3

15

বিশেষণ বসানোর জন্য বসানো না, সত্যিকার অর্থে ‘হৃদয়বিদারক' বলা যায় এই উপন্যাসটি।

শৈলীর বিচারে অবশ্য আহামরি কিছু না। যে গল্প অন্তঃসলীলা নদীর মত দুঃখ আনে তাকে বলি দুর্দান্ত গল্প, ভাবানো গল্প। এ সে ধরণের গল্প না। গলার কাছে দলা পাকানো গল্প এটা। সাবলীল, শৈলী ছাপিয়ে উঠে যাওয়া আরেক ধরণের দুর্দান্ত বই।

January 30, 2022Report this review