Ratings7
Average rating3.7
এটা মনে রাখা দরকার যে, লিবারাল ফিলোসফিগুলোর ভিত্তি হিসেবে মানুষের জন্মগত ইনডিভিজুয়ালিটিকে মানা হয়, মডার্ন লাইফ সায়েন্স তার অনেকটা নিয়ে সন্দিহান। তবে এটা বলা যায়, যে আমি যদি ইনডিভিজুয়াল না হই তো এলাকার সংসদ সদস্যও তো না। সোশ্যাল সায়েন্সে তাই লিবারালিজমের ডিগ্রি অব ট্রুথ ষোলোআনা।
চমস্কির এই বইটা অ্যানার্কিজমের সাথে পরিচয়ের জন্য বেশ ভালো বলতে হবে। বিশেষ করে প্রথম অধ্যায়ে খুব সহজে অ্যানার্কিজম নিয়ে ব্যাখ্যা করা আছে।
পরের অধ্যায়গুলো মূলত প্রথম অধ্যায়ের আইডিয়ারই এলাবোরেশন। আছে কিছু সাক্ষাৎকার ও প্রবন্ধ। স্প্যানিশ সিভিল ওয়ার এবং অ্যানার্কিস্ট মুভমেন্ট নিয়ে একটি দীর্ঘ অধ্যায় আছে। মাঝখান থেকে জর্জ ওরওয়েলের কমিউনিস্ট বিদ্বেষের কারণটা বেশ ভালোই জানা গেলো।
শেষ অধ্যায়টা তেমন কংক্রিট না, চমস্কি সাহেব নিজেই স্বীকার করেছে। আমার কাছে খানিকটা মগজের মাসল্ প্রদর্শনের মত লেগেছিল।
সব মিলিয়ে বইটা ভালো। থট প্রোভোকিং তো বটেই।