Ratings68
Average rating4.1
১৯৩৬-১৯৩৭ সাল। অরওয়েল সস্ত্রীক স্পেনে। স্পেনের সিভিল ওয়্যার চলছে তখন। ক্যাটালোনিয়ার আকাশে-বাতাসে সাম্যের গান। কেউ কাউকে বড়লোক বলে তোয়াজ করে না। কেউ গরীব বলে টিপসও নেয় না। জাতে ইংরেজ এই লেখক এসেছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে। যুদ্ধে ফ্রন্টে গিয়েছেন দুইবার, শেষবার আহত হয়ে অল্পের জন্য বেঁচেও গিয়েছেন।
তো, এই যদি বইয়ের কন্টেন্ট হত, তাহলে অরওয়েল বোধকরি বইটাই লিখতেন না। কয়েকমাসের মধ্যে সোভিয়েত রাশিয়ার লেজুড় ধরা কমিউনিস্ট পার্টির অ্যানার্কিস্ট ও এন্টি-স্ট্যালিন কমিউনিস্ট পার্টিগুলোর বিরুদ্ধে নিকৃষ্টতম প্রোপাগান্ডা ও দমন-পীড়নের একটা ফার্স্টহ্যান্ড আইডিয়া আছে এই বইতে। দেখা গেলো কীভাবে প্রলেতারিয়েতের স্বার্থরক্ষার একটা দল ডানে সরতে সরতে কট্টর ডানপন্থী হয়ে যেতে পারে এবং প্রপাগান্ডা ও নিপীড়নে ফ্যাসিস্টদেরও ছাড়িয়ে যেতে পারে।সিভিল ওয়্যারের ইতিহাসের পপুলার ভার্সন, অর্থাৎ সোভিয়েত প্রণীত ভার্সনে বলা যেতে পারে তার ঠিক উল্টটা বলা।
এই বইটা না পড়লে 1984 এবং Animal Farm পড়ার পর অরওয়েলকে আপনার এন্টি-কমিউনিস্ট মনে হবে। আদতে জর্জ অরওয়েল কমিউনিজমের ভুত দেখেছেন। তিনি অ্যানার্কিস্ট, এবং সোশ্যালিস্টও বটে।