Ratings3
Average rating4.7
ছোটবেলায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জন্য লেখা টেক্সটবুক পড়ে জেনেছিলাম ১ সংখ্যাটা কোনো একটা জিনিসে নেই। রীতিমত তাজ্জব বিষয়। অ্যাবস্ট্রাকশনের সাথে পরিচয়টা ওখানেই।
তো সেইসব সংখ্যার যুক্তি ও ব্যাখ্যা বুঝতে অনেকটা সময় লেগেছে। তাতে খানিকটা কন্ট্রিবিউশন প্রোগ্রামিং-এরও। এমনকি রাসেল সাহেব লজিক ও ম্যাথেমেটিকসের যে অভিন্ন ধারা চিন্তা করেছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তাই-ই।
কেন জানি না, রাসেল-হোয়াইটহেড-উইটজেনস্টেইনের কাজ আরো প্রোফাউন্ড হলেও বাঙালি নীৎশে-কিয়ের্কেগার্ড আর আধা-মিস্টিক ফ্যালাসিমিশ্রিত মাম্বো-জাম্বোর চর্চার বেশি উদগ্রীব।