It Ends with Us
5

Ratings506

Average rating3.6

15


খুবই ফালতু লেগেছে পড়ে। যেমন ফালতু গদ্যের স্টাইল, তেমনি ফালতু গল্পের বিষয়বস্তুর উপস্থাপন। তার উপরে ন্যাকামির চোটে মাথা ধরে গেসলো। বইটা শেষ করে রিভিউ হিসেবে একটা লাইনও লিখতে ইচ্ছে করছিল না! তবু কয়েকটা বিষয় উল্লেখ করি: এই বইতে খুব অন্যায় একটা কাজ করেছেন লেখিকা, ডোমেস্টিক অ্যাবিউজকে গ্লোরিফাই করেছেন। শারীরিক অত্যাচার সত্ত্বেও কোনো কোনো নারী ক্যানো নিজের পার্টনারকে ত্যাগ করতে পারেনা, এটার একটা প্রচণ্ড অপমানজনক যুক্তি দেখানোর চেষ্টা করেছেন উনি। এই গল্পের প্রধান নারীচরিত্রকে দিয়ে এমন কিছু কাজ করিয়েছেন, নিজের আত্মসম্মানের ব্যাপারে সচেতন কোনো স্বাধীনচেতা মানুষ এইসব কাজ করতে পারেনা। কিভাবে এই বই এত জনপ্রিয় হলো ভেবে আশ্চর্য হচ্ছি। অবশ্য Animal কিংবা Kabir Singh-এর মতো সিনেমা যদি সুপারহিট হয় তাহলে এই বই কী দোষ করেছে!

August 19, 2024Report this review