Ratings3
Average rating4.7
পাতার হিসেবে নাতিদীর্ঘ এই গল্পটা পড়তে লাগে অনেকক্ষণ, অন্ততঃ আপার লেগেছে। বোর্হেস একটু বলেন, খেই ধরিয়ে দেওয়ার মত। তারপর পাঠক হিসেবে আমি তার কনসিকোয়েন্সেস ভাবতে বসি। তারপর আবার বোর্হেস বলেন, আমি পুরনো ভাবনা রিভাইজ করি, নতুন ভাবনা ভাবি।
প্রচুর ফিলোসফিক্যাল আর সাইকোলজিক্যাল চিন্তার খোরাক।
আর আছে বিস্ময়!