Resist Not Evil

Resist Not Evil

1902 • 185 pages

Ratings1

Average rating5

15

অনেকদিন পর এমন একটা বই পড়লাম যার বক্তব্য আমার পছন্দ হয়েছে খুব আবার তা নিয়ে সন্দিহান (মানে আমার স্বভাবসুলভ সন্দেহের চেয়ে বেশি সন্দিহান)।

ড্যারো সাহেবের কথায় আর্মি ও শাসনব্যবস্থার আমাদের ক্ষতি ছাড়া আর কিছু হয় না, আইন ও শাস্তি মূলত দমনপীড়ন এবং তাতে আসলে অপরাধ কমে না। মোটের ওপর যুক্তিগুলো ঠিকই আছে। এখনকার আইনব্যবস্থা মুখে যদিও দৃষ্টান্তস্থাপন ও ন্যায়বিচারের কথা বলে কিন্তু অনেকাংশেই আসল নিপীড়নমূলক।

আমি আসলে ওঁনার যুক্তিতে তেমন একটা খুঁত পাইনি মানুষের ওপর অগাধ বিশ্বাস ছাড়া। এই একটা জিনিস আমি কোনোভাবেই আর করতে পারি না।

November 9, 2020Report this review