South of the Border, West of the Sun

South of the Border, West of the Sun

1992 • 213 pages

Ratings108

Average rating3.7

15
Roy
Utsob RoySupporter

বইটা কেমন? বলা কঠিন। কীরকম কঠিন বলার চেষ্টা করছি। মনে করেন, মানুষের সাথে নানারকমের সম্পর্ক হয় দেহকেন্দ্রিক। বিষমকামি, সমকামি, বহুগামি, একগামি... এগুলোর প্রয়োজনীয়তা আলাদা আলাদা মানুষ আলাদা আলাদাভাবে বোধ করে। একজন একগামি মানুষের বহুগামিতার কারণ অজানা। একজন বিষমকামির কাছে সমকামিতা বিবমিষা সৃষ্টি করে। এর সাথে যোগ হয় সামাজিক নীতি, যা অনেকাংশেই প্রকৃতির বিরুদ্ধে যায়। তাতে হয় কি, আমাদের সামাজিক চেতনা আর প্রাকৃতিক অনুভূতির মধ্যে একটা দ্বন্দ্ব থাকে সর্বক্ষণ। মুরাকামি বস্তুত এইসব অনুভূতি ও দ্বন্দ্ব নিয়ে লিখেছেন এই বইটা, নরওয়েজিয়ান উডও। মানুষর এইসব ব্যাপার মুরাকামি চেষ্টা করেছেন নৈর্ব্যক্তিক একটা অবস্থান থেকে লিখতে, লেখার ধাঁচে নৈর্ব্যক্তিক না, দর্শনে নৈর্ব্যক্তিক। অনেকেরই ভালো লাগবে না, এমনকি হাজেমির বহুগামিতা সামাজিকভাবে অন্যায়। অনেকে প্রথম খানিকটা পড়েই হয়ত ফেলে দেবেন বইটা। তবে, হাজেমির ব্যথাটাও সত্য। গল্পটা নীতির না, ব্যথার। অনেক মানুষের ব্যথা, ভেঙে পড়া, আশার গল্প। ভালো লেগেছে।

September 1, 2017Report this review