The Fall
1917 • 164 pages

Ratings70

Average rating4

15
Roy
Utsob RoySupporter

এই বই কি ফিকশন ক্যাটেগরিতে ফেলা যায়? অবশ্যই, আফটারঅল নভেলই তো। কিন্তু নন-ফিকশনও তো বটে! মানুষ তো শেষমেশ নিজের সাথেও সবসময় সৎ না। ডায়েরি লেখার সময়ও সে খেয়াল রাখে নিজের কাছে যেন ছোট না হয়ে যায়। নিজের ইগো, নিজের দয়ার জায়গায় দয়া দেখানোর মোহ, ভালোবাসার জায়গায় ভালোবাসার অহংকার, এগুলো তো মানুষ সহসা স্বীকার করে না। সেগুলোই যদি বলা যায় তো তা ফিকশনের চেয়ে বেশি কিছু হয়ে ওঠে।সাহিত্যমানে এই বইটা [b:L'Étranger 15688 L'Étranger Albert Camus https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1332596551l/15688.SY75.jpg 3324344]-এর থেকে ভালো লেগেছে।

December 4, 2019Report this review