During the years he spent among the Marsh Arabs of southern Iraq-long before they were almost completely wiped out by Saddam Hussein-Wilfred Thesiger came to understand, admire, and share a way of life that had endured for many centuries. Traveling from village to village by canoe, he won acceptance by dispensing medicine and treating the sick. In this account of a nearly lost civilization, he pays tribute to the hospitality, loyalty, courage, and endurance of the people, and describes their impressive reed houses, the waterways and lakes teeming with wildlife, the herding of buffalo and hunting of wild boar, moments of tragedy, and moments of pure comedy in vivid, engaging detail.
Reviews with the most likes.
মেসোপটেমিয়ার জলাভূমিতে থাকে মার্শ আরবেরা। তাদের মহিষ, ঘাসজাতীয় উদ্ভিদের বিশদ ব্যবহার ইত্যাদি নিয়ে তারা থাকত বিভিন্ন শেখের প্রজা হিসেবে। থাকত বলছি কেননা থেসিগার সাহেব যে সময়টা ধরে রেখেছেন এই বইয়ে তা বহুদিন হলো গত। তো তাদের জীবনে আসলে বেশ সাদামাটাই ছিল। অথচ, প্রচণ্ড অতিথিপরায়ণ তারা। প্রতিশোধপরায়ণও। অর্থাৎ কিনা, আদিমতার রেশ তখনো কাটেনি। থেসিগার সেখানে মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন। যেখানেই গিয়েছেন, সমাদৃত হয়েছেন। খানিকটা ডাক্তারির (হাতুড়ে) জোরে, মূলত সবার সাথে মিশে থাকার গুণে। সেইসব কথাই খুব সাদামাটা, বলতে গেলে নির্মোহভাবে বলে ফেলেছেন। কোনো রাখঢাক নেই, কোনো এজেন্ডা নেই, যা দেখেছেন তাই বলেছেন।