Cover 1

The Negro

The Negro

Ratings1

Average rating5

15
Roy
Utsob RoySupporter

মানুষ যত সিভিলাইজড হয় (বা নিজের মধ্যে সিভিলাইজড হওয়ার ভ্যানিটি যত বেশি বহন করে)— যেকোনো নৃগোষ্ঠীকে শোষণ করাটা তত বেশি নৈতিক দ্বিধায় ফেলে। সেই দ্বিধার সাথে যুঝতে সবচেয়ে এফেক্টিভ কাজ হচ্ছে আলোচ্য নৃগোষ্ঠীকে সাবহিউম্যান বা ইনহিউম্যান বলে প্রতিপন্ন করা। এটা করা হয়েছে নিগ্রোদের সাথে, ইহুদিদের সাথে।

বইজের এই বই আসলে সেই রকম প্রচেষ্টাগুলোর সাথে লড়াইয়ের বই। আফ্রিকা ও দাসত্বের ইতিহাস, নৃতত্ত্ব সবকিছু মিলিয়ে সাধারণের জন্য লেখা বই।