The Raven

The Raven

1845 • 12m

Ratings121

Average rating4.3

15
Roy
Utsob RoySupporter

একটা ছোট্ট বই বা একটা ১০৮ লাইনের কবিতা। মেলডিয়াস কবিতা, ছন্দ ও অনুপ্রাসের ঝঙ্কার আছে। ডিসেম্বরের মধ্যরাতে একজন মানুষের অতিথি এক দাঁড়কাকের কথপোকথন(কী কথপোকথন পড়ে নেন। I don't wanna spoil your fun.) এই কবিতার উপজীব্য বিষয়।

আমার কাছে মোটামুটি লেগেছে। এর উপর দীর্ঘ সব প্রবন্ধ পাবেন অন্তর্জালে। যেখানে কবিতার নানারকম দার্শনিক ব্যাখ্যা মিলবে। স্বয়ং এডগার এলান পোয়েরই একটা প্রবন্ধ আছে এই কবিতার কাটাছেঁড়া করে।

কবিতার শব্দচয়নে বেশকিছু শব্দ আছে যেগুলোর কিছু পৌরাণিক আর কিছুর অর্থ ঘাঁটতে হয়েছে। তবে, খুব বেশি ছোঁয়নি আমার। সহজ কথাটা সহজে বলা আসলেই কঠিন। অধিকাংশ মানুষ তাই হয়ত কথার পরতে পরতে শুধু অন্ধকার জন্মায়। শুদ্ধতম বোধটি আলোর মুখ দেখে না।

January 2, 2016Report this review