Ratings7
Average rating4.5
তো, আমি তো কোনোকালেই সিস্টেম প্রোগ্রামার না। ইউজার-ফেসিং জিনিসপত্র নিয়েই আমার কারবার। সিম্পলি মন চায় বলে এটা ওটা ঘেঁটে দেখি। আগে একবার রাস্ট অ্যাপ্রোচ করেছিলাম, তখন ভালো লাগেনাই। এই বইটা পড়ে বরং ভালো লেগেছে।
অধুনাকালে জনপ্রিয় দুটো ল্যাঙ্গুয়েজ আমারও ভালো লেগেছে। গো- মিনিম্যালিস্ট অ্যাপ্রোচ আর কনকারেন্সির জন্য, ডার্ট-সিনট্যাক্সের জন্য।
তো, রাস্ট ভালো লেগেছে কয়েকটা কারনে। ম্যাচ সিনট্যাক্স, সেফটি ফিচারস, ভালো কম্পাইলার, আর বিল্ড সিস্টেম। তাছাড়া গো-এর মত ওওপি-এর কম্পোজিশন-বেজড অ্যাপ্রোচ।
বইটা রেকমেন্ডেড কেননা লেখা স্বচ্ছল, ভালোভাবে অনেককিছু এক্সপ্লেইন করা আছে।