in the Near East, Asia and Africa, 1325-1354
Reviews with the most likes.
অবশেষে বইটা শেষ হলো। এই সময়ের অনেক ঘটনার ক্ষেত্রে বতুতাই সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র। তবে মূলত হজ্ব করতে এই মানুষটির সফরের কেন্দ্রে ছিল তাঁর বিশ্বাস। তাই ইসলামকে কেন্দ্র করেই তার বর্ণনা আবর্তিত। অন্যদেশের কালচারের অনেক উপরিভাসা এবং কিছু ভুল বর্ণনাও আছে। তাছাড়া তাঁর কালচারাল ইনারশিয়ায় অনেককিছু বোধের অগম্য ছিল নিশ্চয়ই। বিজ্ঞানসাধনার কথা আসেইনি। আমাদের সময়ের এত ফাঁরাক যে সময় লেগেছে র্যাশনাল আইডিয়ায় এগুলো কনভার্ট করতে। তার অলৌকিকতায় বিশ্বাস প্রচণ্ড! একবার তো ম্যাজিক দেখে অজ্ঞান হয়ে গেলেন, আরেকবার তো হার্টএটাকের জোগাড়! তবে বর্ণনায় নির্মেদ এবং বেশ ভালোরকমের যথাযথতা আমায় মুগ্ধ করেছে। ভালো লেগেছে। এখানে এখনো এমন অনেককিছু আছে বিশেষতঃ ভারত, সুমাত্রা, জাভা নিয়ে যেগুলোর ব্যাপারে আরো বিশদ ইতিহাসের দরকার ছিল। কিন্তু এই জাতিগুলোর ইতিহাস লেখা ধাতে নেই বলে তা হয়ে ওঠেনি। বতুতা না বললে অনেককিছু অজানাই থেকে যেত।