Ratings1
Average rating5
প্রথমেই যে বিষয়ে সাবধানতা প্রয়োজন সেটা হচ্ছে এই বইতে হয়ত কিছু ঘটনা একটু রঙচঙে করে বলা। কিন্তু তা কিছু ঘটনাই। তা বাদে, ঠিক-ভুল জানি না, তবে মিউজিক সম্পর্কে, র্যাগটাইম ও জ্যাজ সম্পর্কে সিডনি বেশেটের বেশ স্বচ্ছ একটা দর্শন আছে। বস্তুত, সেইজন্যেই বইটা বেশি গুরুত্বপূর্ণ।
সিডনি বেশেট জ্যাজের পাইওনিয়ারদের একজন বলা চলে। কিন্তু মিউজিকের প্রতি তার ডেডিকেশন এত উঁচুতে যে বেশিদিন কোথাও একটানা কাজ আর তার হয়ে ওঠেনি। বরাবরই ইনসিনসিয়ারিটি তাকে আহত করে এসেছে।
বইটায় বেশ কিছু মেডিটেশন আমায় মুগ্ধ করেছে। শিল্প ও শিল্পীর সাইকোলজি, রেসিয়াল অ্যাওয়ারনেস, কমার্শিয়ালাইজেশনের বিষয়ে স্কেপটিজম... সব মিলিয়ে একটা পড়ার মত বই!