Ratings1
Average rating2
প্রথমে বঙ্গবন্ধু নিয়ে তিনটে লেখা, স্মরণ-স্মৃতিমূলক তিনটে, আর পারিবারিক বিষয়ে তিনটি আর্টিকেলসমেত লেখা বই। কয়েকটি স্টোরি আলাদা করে পড়া হলো—আসলে বেশিরভাগই চিরপরিচিত আদিম কথামালার সমষ্টি, যেগুলো তিনি বলেন স্পিচে, রাজনৈতিক মঞ্চে আর সাক্ষাৎকারে; তারপরও কিছু বিষয়ে নষ্টালজিক ফ্লেভার আর দুঃখময় লাগবে হয়তো অনেকের। (বিশেষত: “স্মৃতি বড়ো মধুর, স্মৃতি বড়ো বেদনার” লেখাটা খুব পছন্দসই হয়েছে।)
দুঃখজনকভাবে উনার রাইটিং স্কিল নিয়ে আমার সন্দেহ আছে, এরচাইতে পার্থ ঘোষের প্রস্তাবনা পার্টটা বেশি উপভোগ্য। খুবই সরলটাইপ লেখা এবং আকর্ষণহীন টেনে টেনে অনেকটা।
( প্রচ্ছদ আর পেইজ কোয়ালিটি নিসন্দেহে ভালো।)