Ratings2
Average rating5
অরওয়েল পড়তে গিয়ে বেশিরভাগ মানুষ প্রথমে বড় একটা ধাক্কা খায়, তারপর পছন্দ করে। একবার পছন্দ করলে অরওয়েল আগাগোড়া পছন্দ হয়ে যায়।
এই বইয়ে আত্মজৈবনিক, ক্রিটিসিজম, কালচারাল পর্যবেক্ষণ মিলিয়ে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ আছে। অরওয়েল তার স্বভাবসিদ্ধ তীক্ষ্ণ পর্যবেক্ষণ নিয়ে হাজির। কয়েকটি অংশ এত ভালো লেগেছিল যে অনুবাদ করতে চেয়েছিলাম। পরে ভাবলাম, অরওয়েলকে অরওয়েলের ভাষাতেই পড়া ভালো।