Ratings1
Average rating4
এমনটা তো আকছার ঘটছে। সরকারের দুর্নীতিতে শামিল হচ্ছে জনগণ। কিংবা, জনগণের সেন্টিমেন্টকে তুষ্ট রাখতে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে সরকার। সরকার এবং জনগণ, ঠিক যেন চোরে চোরে মাসতুতো ভাই।
মনোবিজ্ঞানে “সোশ্যাল ইনফ্লুয়েন্স থিওরি” নামের একটা তত্ত্ব আছে যেখানে দেখানো হয়েছে, একজন মানুষ তার আশেপাশের মানুষের চিন্তাভাবনা এবং কাজকর্মের দ্বারা নিজের অজ্ঞাতেই প্রভাবিত হয়ে যায়। চলতি হাওয়াকে অগ্রাহ্য করার কাজটা মানুষের সহজাত নয়।
উদাহরণ হিসেবে বলা যায় : সাম্প্রদায়িক দাঙ্গা। দাঙ্গার সময় মানুষ হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায়। দীর্ঘদিনের প্রতিবেশী, যার সঙ্গে কোনোদিন কোনও ব্যক্তিগত শত্রুতা ছিলোনা, তাকেও আক্রমণ করে। আবার সম্পূর্ণ অপরিচিত মানুষ, যাকে সে চেনেই না, তাকেও আক্রমণ করে।
ইবসেনের এই নাটকে একটা অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরা হয়েছে। দেশের গরিষ্ঠসংখ্যক মানুষ (“মেজরিটি”) যদি সরকারের একটা অন্যায় কিংবা ক্ষতিকর কিংবা ভুল নীতিকে সমর্থন করে, তাহলে তার বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করা সম্ভব?
এমনিতে তো সম্ভব নয়। ২০১৬ সালের ৮ নভেম্বর তারিখে, ভারতের ৫০০ ও ১০০০ টাকার কাগজের মুদ্রা বাতিল করার হঠকারী, অপরিকল্পিত এবং হাস্যকর সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, তাদের বলা হয়েছিলো “দেশের শত্রু”।
ঠিক যেমন ইবসেনের এই নাটকেও, একজন চিকিৎসক যখন তাঁর শহরের সাধারণ মানুষের কল্যাণের জন্যে প্রতিবাদ করতে উদ্যত হন, তখন সেই সাধারণ মানুষই তাঁকে “an enemy of the people” আখ্যা দ্যায়। তাঁর জীবন বিপর্যস্ত করে তোলে।
মানুষের দুটো রূপ। একটা রূপ— মানুষ যখন একলা। আরেকটা রূপ— মানুষ যখন গোষ্ঠীবদ্ধ। একলা মানুষ অনেক অন্যায় কাজ করতে পারেনা যেটা গোষ্ঠীবদ্ধ মানুষ একত্র হয়ে করতে পারে। গোষ্ঠীবদ্ধ মানুষের বিচারবিবেচনাবোধ থাকেনা।
রাজনৈতিক নেতারা এই বিষয়টা কাজে লাগায়। তারা প্রোপাগান্ডা তৈরি করে, শ্লোগান তৈরি করে, ছলে-বলে-কৌশলে “মেজরিটি”কে নিজের আয়ত্বে আনার চেষ্টা করে। একবার যদি সেই চেষ্টা সফল হয়, ব্যাস, তাহলেই বাজিমাত!
তখন, কোনো একক মানুষ যদি ন্যায্য কথা বলে, যদি চোখে আঙুল দিয়ে বলে - “তোমরা ভুল করছো”, কিংবা “ তোমাদের ভুল বোঝানো হয়েছে”, মেজরিটি তাঁর জামার কলার চেপে ধমক দিয়ে বলে : “তুই ব্যাটা চুপ করে থাক! তুই দেশের শত্রু!” রাজনৈতিক নেতারা তখন আড়ালে বসে মিটিমিটি হাসে।
“The majority is never right. Never, I tell you! That's one of these lies in society that no free and intelligent man can help rebelling against. Who are the people that make up the biggest proportion of the population — the intelligent ones or the fools?”
(এই নাটকের কাহিনি অবলম্বনে সত্যজিৎ রায় নির্মিত সিনেমার পোস্টার)