আয়ওয়ার ডায়েরি

আয়ওয়ার ডায়েরি

240 pages

সেই যখন আমেরিকা মত্ত হয়ে আছে ভিয়েতনাম-ধর্ষণে, সেই যখন খুন হলেন মার্টিন লুথার কিং জুনিয়র, সেই যখন হরেকরকম প্রথাবিরোধী আন্দোলনে মুখর আমেরিকার যুবক-যুবতীরা, গত শতাব্দীর ঝঞ্ঝাবিক্ষুব্ধ সেই ষাটের দশকের কয়েকটা মাস যুক্তরাষ্ট্রের আয়ওয়া বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। তাঁর বয়স তখন মাত্রই ৩৫ বছর। আয়ওয়ার সেই বিখ্যাত ইন্টারন্যাশনাল রাইটার্স ওয়ার্কশপের অভিজ্ঞতার ব্যাপারে বহু রচনায় বিস্তারিত লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। শঙ্খ ঘোষের এই ডায়েরিতে ধরা আছে তাঁর নিজের আমেরিকা-যাপনের দৈনিক ইতিবৃত্ত।

একই অভিজ্ঞতা নিয়ে, অনেক সাজিয়ে-গুছিয়ে, পরবর্তীকালে অন্য একটি বই লিখেছিলেন শঙ্খ ঘোষ : “ঘুমিয়েপড়া অ্যালবাম”। ডায়েরিটিকে বলা যায় সেই বইটিরই uncut version— অপরিমার্জিত এবং স্পন্টেনিয়াস। ডায়েরির ভাষাও, সঙ্গত কারণেই, অনেক বেশি চাঁছাছোলা, অ-শঙ্খসুলভ। যাঁকে চিনি প্রায় নির্বাণপ্রাপ্ত একজন মানুষ হিসেবে, আমাদের সেই শঙ্খ ঘোষ এখানে এলোমেলো, প্রবল আত্মসচেতন, তিতিবিরক্ত এবং গসিপপ্রবণ।

এইসব দেখেশুনে সেই-সময়কার শঙ্খের প্রায় সমবয়েসি এখনকার আমি বেশ উৎফুল্ল (এবং নিশ্চিন্ত) হলাম!

October 30, 2024Report this review