Hagakure
1716 • 101 pages

Ratings16

Average rating3.4

15
Roy
Utsob RoySupporter

নামেই বলে দিচ্ছে বইটার বিষয়বস্তু কী।

বইটার ফিলোসফি ডিস্টার্বিং তবে জাপানিজ মননের বেশ ভালো ইনসাইট দেয়। সামুরাইদের, এবং সর্বপরি জাপানিজদের চিনামাটির পাত্রের মত ঠুনকো সম্মানবোধ এবং বলতে গেলে চর্চা করে ধরে রাখা মারকুটে ভাবের পরিচয় পাওয়া যায় বইটায়। এবং তাদের অসম্ভবরকমের বাঁকা করে চিন্তা করার ক্ষমতায় তারা বৌদ্ধধর্মের সাথেও সামুরাইদের পথ সামঞ্জস্যপূর্ণ করতে চেয়েছে।

সামুরাইদের ‘অনার', ‘শেম', এবং কম্প্লিট অবিডিয়েন্স মডার্ন মানুষের জন্য না। ওদের ভারী স্কেল আর্মার আর কাটানা ভেতরে লুকানো নির্বুদ্ধিতাকে অস্ত্র করে শোগুনরা কোরিয়ায় আর চীনে ভয়াবহতা নামিয়ে এনেছে।

February 15, 2019Report this review