With Selections from the Objections and Replies
Ratings18
Average rating3.7
দেকার্তে সাহেবের অধিকাংশ কথাবার্তা আমার পছন্দ হয় না (যেটা আসলে মোটামুটি স্বাভাবিক)। অনেকক্ষেত্রে ইনসিনসিয়ারও লাগে। হতে পারে আমি ওনার সময়ের কনটেক্সটটা বুঝতে পারছি না, এজন্য ভুলগুলো এত সহজে চোখে পড়ে।
তবুও বলবো, আত্মা নিয়ে তার আইডিয়া খুবই বালখিল্য। প্রোভাইডেড দ্যাট তারও মিলেনিয়ামেরও বেশি আগে যখন আত্মাকে নেগেট করা শক্তিশালী দর্শন আছে।
এটা ঠিক যে লোকটার নিয়ত ভালো ছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে তার পদ্ধতি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিকে রসদও যুগিয়েছে বোধ করি।