Ratings24
Average rating4.3
আমার মত অভাজনের কাছে পাচ্য এমন ৬টি লেকচার নিয়ে এই বই। কন্টেন্টের কথা যদি চিন্তা করেন তাহলে বলবো যে, মোটামুটি পরিমাণে পপ-সায়েন্সের বই পড়া থাকলে নতুন কিছু পাবেন না। তবে, পড়লে মনে হবে যেন হলরুমে বসে ফাইনম্যানের লেকচার শুনছেন। অন্তত, আমার তেমন লেগেছে।