Reviews with the most likes.
মূলত বইপত্র পড়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আবেগকে পুরোপুরি বুঝতে পারা আমার পক্ষে যেমন কোনোদিনই সম্ভব হবে না, ঠিক তেমনি, মুক্তিযুদ্ধের ত্যাগ ও তিতিক্ষার মহিমাকে বাংলাদেশের জনসাধারণ যদি ধীরে ধীরে ভুলে যেতে থাকে, কিংবা মুক্তিযুদ্ধের প্রকৃত গুরুত্ব যদি বাংলাদেশের মানুষের হৃদয়ে ক্রমশ স্তিমিত হতে থাকে, তাহলে সেই বিস্মৃতি যে আসলে কতটা মর্মান্তিক, সেটাও আমার পক্ষে অনুধাবন করা কোনোদিনই পুরোপুরি সম্ভব হবে না।
ছোট্ট উপন্যাসটা শেষ করে এইসব কথা ভাবছিলাম। আরো ভাবছিলাম যে, শহীদুল জহির নিশ্চয়ই আমার মতো ভিনদেশীদের কথা মাথায় রেখে এই অলৌকিক উপন্যাসটি লেখেননি। ঠিক তারপরেই খুব লজ্জিত হলাম নিজের এই ক্ষুদ্র চিন্তায়। আমরা সবাই আমাদের হতভাগ্য মৃত দিদি মোমেনার নামে নিজের মেয়ের নাম রাখি। এই জন্যে নয় যে মোমেনা নামটা আমরা ভুলে যাচ্ছি। এই জন্যে যে, মোমেনা নামটা কোনোদিন ভুলে যাওয়া সম্ভব নয়। মানুষের— দুর্ভাগ্য, বীরত্ব ও বিস্মৃতি, তিনটেরই কোনো দেশবিভাজন হয় না।
(হারুন তাগাদা না দিলে এই বই পড়তে আমার আরো দেরি হতো।)