Ratings76
Average rating3.8
বইটা বিজ্ঞানের, লেখক বড় মাপের কোয়ান্টাম ফিজিসিস্ট। তথ্যে, তথ্যের উৎস বিষয়ক কেয়ারফুলনেসের স্বাভাবিক ভাবেই ঘাটতি নেই। তবে স্পেকুলেশনগুলো কেবল বৈজ্ঞানিক না, অনেকক্ষেত্রে ফিলোসফিক্যালও ছিল। হাইজেনবার্গের ‘ফিজিক্স অ্যান্ড ফিলোসফি'র এই আরেকটা বই, যেখানে ট্রাডিশনাল ফিলোসফির সাথে সায়েন্সর মিথস্ক্রিয়া দেখলাম।