Ratings6
Average rating3.5
Reviews with the most likes.
“সর্বকালের শ্রেষ্ঠ লকড-রুম মিস্ট্রি”— এই অভিধায় ভূষিত করা হয়েছে, অত্যন্ত বিরক্তিকর, অহেতুক জটিল, হাস্যকর, এবং হরীতকীর মতো রসকষহীন ভাষায় লেখা এই উপন্যাসটিকে।
দুটো খুন হয়েছে। একটা বদ্ধ ঘরে, একটা উন্মুক্ত রাস্তায়। খুনদুটো দেখলে প্রাথমিকভাবে মনে হয়, খুনি বুঝি হাওয়ায় ভেসে এসে খুন করে পালিয়ে গেছে। খুনির কোনো চিহ্ন নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, কিচ্ছু নেই! যেন ভোজবাজির খেলা। গোল্ডেন-এইজ ব্রিটিশ গোয়েন্দাসাহিত্যকে নিয়ে এমনিতেই হাসিমস্করা করা হয়। অলস পাঠকরা তাদের গতিহীন জীবনে যাতে একটু কৃত্রিম রোমাঞ্চের স্বাদ পান, তার জন্যে যতসব আজগুবি আর অবাস্তবসম্ভব গাঁজাখুরি গল্প ফেঁদে গেছেন সেই সময়কার রহস্য-সাহিত্যিকরা— এমন অপবাদ দেওয়া হয় (যারা দ্যায়, তারা অবিশ্যি নিরেট বেরসিক মানুষ)। কিন্তু এই বইটা গঞ্জিকাধুম্র উৎপাদনের সমস্ত পূর্বরেকর্ড ভেঙে দিয়েছে। আরেকটা ব্যাপার হলো, এমন ব্যক্তিত্বহীন, boring, ডিটেকটিভমশাইয়ের সঙ্গে বাপের জন্মে মোলাকাত হয়নি আমার। ন্যাতানো-বিস্কুটমার্কা এই গোয়েন্দাবাবাজি যদি তদন্ত করতে আসেন, স্রেফ হাই তুলতে তুলতেই দু-চারজন বেঘোরে পটল তুলে ফেলবে।
এ হলো সেইরকম বই, যেটা পড়তে পড়তে বারবার ঘরের এক কোণে টান মেরে বইটা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে ; এবং যারা এটাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করে মুগ্ধতা বিতরণ করেছেন (যাদের দ্বারা প্রভাবিত হয়ে বইটা পড়েছি), তাদের উপর ভরসা লুপ্ত হওয়ার জোগাড় হয়।
Books
7 booksIf you enjoyed this book, then our algorithm says you may also enjoy these.