...শুনিলাম মানবের কত বাণী দলে দলে
অলক্ষিত পথে উড়ে চলে
অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে।
শুনিলাম আপন অন্তরে
অসংখ্য পাখির সাথে
দিনেরাতে
এই বাসাছাড়া পাখি ধায় আলো-অন্ধকারে
কোন্ পার হতে কোন্ পারে।
ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে—
“হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোন্‌খানে।”

“দিনদুপুরে নিলামডাকে বিকিয়ে গেছে পাড়া
আমিও শুধু একলা বসে মনোহরপুকুরে
ছিপ করেছি নিজের হাতে নিজেরই শিরদাঁড়া!”

কেউ যদি বলে “আমি এবং কয়েকটি প্রজাপতি” উপন্যাসের কাহিনির সঙ্গে এই উপন্যাসের মিল আছে, বিশ্বাস করবেন না। যদি করেন তাহলে একটি চমৎকার সন্ধ্যা নষ্ট করবেন, আমি যেমন এইমাত্র করলাম।

(প্রসঙ্গত, “আমি এবং কয়েকটি প্রজাপতি” হুমায়ূন আহমেদের অন্যতম সেরা উপন্যাস!)