নাস্তিক আর কাফের বলো তোমরা লয়ে আমার নাম,
কুৎসা গ্লানির পঙ্কিল স্রোত বহাও হেথা অবিশ্রাম।
অস্বীকার তা করব না যা ভুল করে যাই, কিন্তু ভাই,
কুৎসিত এই গালি দিয়েই তোমরা যাবে স্বর্গধাম?

" আসলে ভেবে কিংবা না ভেবে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের জীবনে প্রভাব ফেলে বেশি, যদিও আমরা আমাদের অল্পকালের জীবনের গুরুত্বপূর্ণ সময় কি করবো-কি হবো, এসব ভেবেই পার করে দিই। "


View